ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেটা এআই ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৮ আগস্ট ২০২৪

প্রতিদিন প্রায় দুশো কোটির বেশি মানুষ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম এটি। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। ব্যক্তিগত তো বটেই অফিসের জরুরি কথাবার্তাও চলে এখন হোয়াটসঅ্যাপে।

অনেকদিন আগেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে মেটা এআই। মেটা তার প্রতিটি প্ল্যাটফর্মেই এআই যুক্ত করেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে লঞ্চ হয়েছে মেটা এআই। এরই মধ্যে ধাপে ধাপে মেটা এআই শুরু করা হচ্ছে। তিন অ্যাপে আলাদা একটি রঙিন আইকন যোগ করা হচ্ছে। মেটার দাবি, কোডিং, রিজনিং থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা সমাধান করতে পারবে চ্যাটবট।

দেখে নিন হোয়াটসঅ্যাপে কীভাবে এই মেটা এআই ব্যবহার করতে পারবেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সন আপডেট করে নিন।
>> তারপর অ্যাপে এলে নিউ চ্যাট অপশনের উপরেই দেখতে পাবেন একটি রিং আইকন।
>> সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে।
>> তারপর হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন, ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে।
>> এখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জেআইএম

আরও পড়ুন