ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বর্ষায় কোন মোডে এসি চালানো ভালো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০১ আগস্ট ২০২৪

প্রকৃতিতে বর্ষা এলেও বৃষ্টির তেমন দেখা নেই। তীব্র তাপপ্রবাহের পর সামান্য বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। বৃষ্টির সময়ও এসি ব্যবহার করছেন অনেকেই।

এসি গ্রীষ্মের মরশুমে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে সাহায্য করে। আবার বর্ষাকালে এটি আর্দ্রতা থেকে মুক্তি দিতে পারে। তবে অনেকেই বুঝতে পারেন না বর্ষায় এসি কোন মোডে চালাবেন। চলুন জেনে নেওয়া যাক কোন মোডে চালালে বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরের আর্দ্রতা কমাতে পারবেন, সেই সঙ্গে বিদ্যুৎ খরচও বাড়বে না।

আর্দ্রতা এবং আর্দ্র আবহাওয়ার জন্য, এয়ার কন্ডিশনার ব্যবহার করার সর্বোত্তম মোড হল ‘ড্রাই’ বা ‘ডিহিউমিডিফাই’ মোড। এই মোড তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস না করে বাতাসে আর্দ্রতা কমাতে সাহায্য করে। তবে ড্রাই মোডে এসি চালানোর আরও বেশ কয়েকটি উপকার আছে। আসন জেনে নেওয়া যাক-

>> ড্রাই মোডের প্রাথমিক কাজ হলো ঘরের আর্দ্রতার মাত্রা হ্রাস করা, খুব ঠান্ডা না হয়েও পরিবেশকে আরামদায়ক করে তোলা।

>> ড্রাই মোডে এসি চালানো সাধারণত কুল মোডের তুলনায় কম শক্তি খরচ করে, কারণ কম্প্রেসারটি ধীর গতিতে চলে।

>> উচ্চ আর্দ্রতা ঘরটিকে উষ্ণ করতে পারে। আর্দ্রতা হ্রাস করে ড্রাই মোড আরও আরামদায়ক থাকার পরিবেশ তৈরি করতে সহায়তা করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম