আপনার ইন্সটাগ্রামের তথ্য থার্ড পার্টি অ্যাপ চুরি করছে না তো?
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। আপনার যা কিছু বা যাদের পছন্দ তাদের সার্চ করছেন। কেনাকাটা করছেন এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত।
আপনার পছন্দের ব্যক্তি, ব্র্যান্ড, জায়গা, স্মার্টফোন, জুতো, অ্যাক্সেসরিজ, খাবার-সহ একাধিক ডাটা জমা পড়ছে ইন্সটাগ্রামের কাছে। আর সেই ডাটা আপনার অজান্তে চলে যাচ্ছে একাধিক কোম্পানির কাছে।
ব্যবহারকারীর গতিবিধি ইন্সটাগ্রাম তথা মেটা প্রতিনিয়ত ট্র্যাক করছে। অনেকেই জানেন না তাদের ডাটা কোন কোন থার্ড পার্টি অ্যাপ বা কোম্পানির কাছে পাঠাচ্ছে ইন্সটাগ্রাম। যদিও ইউজারদের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপটি।
তবে একটি উপায়ে এতদিন কোন কোন অ্যাপে আপনার ডাটা শেয়ার হয়েছে তা জানতে পারবেন এবং ভবিষ্যতে যাতে না হয় তা বন্ধ করতেও পারবেন।
আরও পড়ুন
ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি জানতে-
>> প্রথমে ইন্সটাগ্রাম প্রোফাইলে চলে যান
>> তারপর উপরে থ্রি লাইনে ক্লিক করে ‘অ্যাকাউন্টস সেন্টার’ অপশনে ট্যাপ করুন
>> এবার নিচে একটি অপশন থাকবে ‘ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’
>> সেখানে ক্লিক করতে হবে
>> এবার ‘ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলোজিস’ অপশনে ক্লিক করতে হবে
>> এখানে ‘রিসেন্ট অ্যাক্টিভিটি’ অপশনে ক্লিক করলেই জেনে যাবেন কার কার সঙ্গে ডাটা শেয়ার হয়েছে
ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি বন্ধ করতে-
>> ওই পেজেই তিনটি অপশন থাকবে।
>> প্রথম অপশনে ক্লিক করে নির্দিষ্ট কোনো অ্যাপে আপনার ডাটা শেয়ারিং বন্ধ করতে পারবেন।
>> দ্বিতীয় অপশনে পূর্বের সব অ্যাক্টিভিটি মুছে ফেলতে পারবেন।
>> তৃতীয় অপশনে ভবিষ্যতে আপনার ডাটা যাতে শেয়ার না হয় তা বন্ধ করা যাবে।
>> তৃতীয় অপশন অর্থাৎ ‘ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি’তে ক্লিক করে ‘ ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করতে হবে।
আরও পড়ুন
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএসকে/এমএস