ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৫ জুন ২০২৪

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো জি-মেইলও হ্যাক হতে পারে।

জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তা খুব সহজেই বুঝতে পারবেন।

>> এজন্য অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান।
>> সেখান থেকে গুগল অপশনে যান
>> এবার ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।
>> এরপরেই স্ক্রিনে খুঁজে দেখুন সিকিউরিটি একটি বিভাগ পাবেন।
>> সেখানে ক্লিক করে নিচের দিকে একটি অপশন পাবেন ইউর ডিভাইস, সেটি ক্লিক করুন।
>> তারপরে ক্লিক করুন ম্যানেজ অল ডিভাইসেস অপশনে। এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে।

আরও পড়ুন

>> যদি এই তালিকায় এমন কোন ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি তাহলে সেই নামে ক্লিক করে সাইন আউট বাটন ক্লিক করে নিন।

অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়-
>> দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
>> শুধু জি-মেইল নয়, যে যে সার্ভিসের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন।
>> জি-মেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করবেন না।
>> টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

আরও পড়ুন

সূত্র: উইকি হাউ

কেএসকে/এএসএম

আরও পড়ুন