ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নতুন ৩ রঙে এলো কেটিএমের পুরোনো বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

জনপ্রিয় বাইক সংস্থা কেটিএমের জনপ্রিয় একটি বাইক ডিউক ২৫০। সম্প্রতি ডিউক ২৫০ মডেলের নতুন এডিশন লঞ্চ করেছে সংস্থাটি। মূলত বাইকে যোগ হয়েছে দুটি নতুন পেইন্ট স্কিম। এই আপডেটের ফলে মোটরসাইকেলটি তিনটি রঙে উপলব্ধ হয়েছে - ব্ল্যাক অ্যান্ড ব্লু, সেরামিক হোয়াইট এবং ইলেক্ট্রনিক অরেঞ্জ।

ইঞ্জিন ও পারফরম্যান্সের দিক দিয়ে বরাবরই একটি ভালো বিকল্প কেটিএম ডিউক ২৫০। এতে রয়েছে ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ ৩০.৫৭ হর্সপাওয়ার এবং ২৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এছাড়াও পাবেন অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেরামিক হোয়াইট এবং ইলেক্ট্রনিক অরেঞ্জ শেড যোগ হওয়ার ফলে বাইকটি বেশ নান্দনিক হয়ে উঠেছে। বাইকের ডাইনামিক সাসপেনশন এবং চেসিস এটিকে অন্য বাইকের থেকে আলাদা করেছে। তার সঙ্গে স্পোর্টি চেহারা। ফলে কেটিএম ডিউক নিয়ে বাজারে সবসময় চর্চা বজায় থাকে। আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক সাসপেনশন রয়েছে বাইকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রেকিংয়ের ক্ষেত্রে পাবেন দু চাকাতেই ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যালয় হুইল রয়েছে বাইকে। কেটিএম ডিউকের কার্ব ওয়েট ১৬২ কেজি এবং সিটের উচ্চতা ৮০০ মিলিমিটার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন