ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শিগগির আসছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা ওয়ানপ্লাস। এবার তাদের ৩য় ইয়ারবাড আনছে বাজারে। ওয়ানপ্লাস বাডস ৩ নামের ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি শিগগির বাজারে আনবে। এতে দেওয়া হয়েছে আকর্ষণীয় ডিজাইন ও দুর্দান্ত সব ফিচার।

ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারফোনগুলো পুরোনো ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস বাডস প্রো ২-এর থেকে অনেক উন্নত। আসন্ন ইয়ারবাডটিতে চকচকে স্টেম এবং ম্যাট, সিলিকন কানের টিপসসহ একটি সেমি-ইন-ইয়ার ডিজাইন দেওয়া হয়েছে। এর স্টোরেজ এবং চার্জিং কেস পুরোনো মডেলের মতো বর্গাকার আকৃতির।

আরও পড়ুন: আরও আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড

প্রতিটি ইয়ারবাডে একটি ৫৮এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যখন ইয়ারবাডের স্টোরেজ কেসে ৪.৫ওয়াট ইনপুট এবং ১.২ওয়াট আউটপুট সাপোর্ট সহ একটি ৫২০এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

ইয়ারবাডটি দুটি রঙে বাজারে আসতে চলেছে। এর মধ্যে রয়েছে নীল এবং স্পেস গ্রে। এটি কোম্পানির ওয়েবসাইটে এরই মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। ইয়ারবাডের দাম ভারতীয় বাজারে ১২ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৭ হাজার টাকা।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জেআইএম

আরও পড়ুন