ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

লুই ভিতোঁরের এক ইয়ারফোনের দামে কেনা যাবে টাটা ন্যানো

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং লাগজারি ব্র্যান্ড লুই ভিতোঁ ইলেকট্রনিক বাজারে পা রেখেছে। নতুন ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে সংস্থাটি। সেই লুই ভিত্তোঁ ইয়ারফোন যেমন আকর্ষণীয় লুকের, তেমনই আবার তাতে কিছু তাক লাগানো ফিচার্স রয়েছে।

তবে এই ইয়ারফোন বিশ্ববাসীর নজর কেড়েছে অন্য কারণে। আর তা হল এর দাম। লুই ভিতোঁ হরিজন লাইট আপ ইয়ারফোনের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে! এটিকে বিশ্বের সবচেয়ে দামি ইয়ারফোন বলা হচ্ছে। এমনকি এক ইয়ারফোনের দামে কেনা যাবে একটি টাটা ন্যানো। এই ইয়ার ফোনের দাম ১ হাজার ৬৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৩ হাজার টাকা প্রায়।

আরও পড়ুন: আরও আপডেট হচ্ছে নতুন প্রজন্মের এয়ারপড

ইয়ারফোনটি যত না আকর্ষণীয়, তার থেকেও বেশি আকর্ষণীয় তার চার্জিং কেস। পলিশড্ স্টেইনলেস স্টিল থেকে ক্রাফ্ট করা হয়েছে চার্জিং কেসটি। সেখানেই বিলাসবহুল ব্র্যান্ড নেম খোদাই করা হয়েছে। ব্ল্যাক গ্লাস লিড রয়েছে, সেখানেই এলইডি লাইট রিং ফিচার করছে, যা কানেক্ট করা রয়েছে মনোগ্রাম প্যাটার্নে এবং কিছু গ্রে টোনও রয়েছে সেখানে। যে কেসটি দেওয়া হয়েছে, তা অনায়াসেই ব্যাগ বা পকেটে রাখতে পারবেন এবং তাতে কেসটি অক্ষত অবস্থাতেও থেকে যাবে।

এই ইয়ারফোনে আপনি পেয়ে যাচ্ছেন ব্লুটুথ মাল্টিপয়েন্টের মতো বৈশিষ্ট্য। এর দ্বারা ব্লুটুথ মাল্টিপয়েন্ট থাকার ফলে একই সঙ্গে দুটি ভিন্ন এবং স্বতন্ত্র উৎস থেকে অডিও স্ট্রিম করতে পারেন ব্যবহারকারীরা।

হালফিলের প্রায় ইয়ারফোনের মতো এই লুই ভিত্তোঁ ইয়ারফোনেও রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন, যা এক্কেবারে উচ্চমানের। ইয়ারফোনটি আপনি কানে পরে থাকলে বাইরের আওয়াজ আপনার কানে আসবেই না। একবার চার্জে ২৮ ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে এই ইয়ারবাড। শুধুই অডিও মার্কেট নয়, লাগজারি অডিও সেগমেন্টকেই নতুন করে সংজ্ঞায়িত করার সবরকম বৈশিষ্ট্য এই ডিভাইসে রয়েছে।

পাঁচটি আকর্ষণীয় কালার অপশন রয়েছে এই ইয়ারফোনের- লাল, নীল, ভায়োলেন্ট গ্র্যাডিয়েন্ট, গোল্ডেন, ব্ল্যাক, সিলভার। কার্ভড ডিজাইনের এই ইয়ারফোন খুবই হালকা। পলিশড্ স্যাফায়ার লেয়ার দেওয়া হয়েছে ব্র্যান্ডের আইকনিক মনোগ্রাম প্যাটার্নের উপরে।

সূত্র: এনডিটিভি

কেএসকে/জেআইএম

আরও পড়ুন