হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফিচার অনেক পুরোনো। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এই প্ল্যাটফর্মেও স্ট্যাটাস দিতে পারেন ব্যবহারকারীরা। যার মেয়াদকাল থাকে ২৪ ঘণ্টা।
অনেক সময় এমন হয় যে স্ট্যাটাস বারে থাকা স্ট্যাটাস দেখা মাত্রই পছন্দ হয়ে যায়। অথচ তা ডাউনলোড করার উপায় নেই। ফলে যে ব্যক্তি সেই স্ট্যাটাস দিয়েছেন, তার থেকে চেয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
সে যখন অন হবে, তখনই সেই স্ট্যাটাস পাওয়া যাবে। ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে একটি ট্রিকস জানা থাকলে আপনার পছন্দমতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ সহজেই ডাউনলোড হয়ে যাবে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।
আরও পড়ুন: বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সবুজ রং
চলুন দেখে নেওয়া যাক সেই উপায়-
>> প্রথমে ফাইল ম্যানেজার অ্যাপটি ডাউনলোড করুন। এটিতে আপনি লুকানো ফাইলও দেখতে পাবেন। আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
>> অ্যাপটি খুলুন এবং তারপর অ্যাপের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করুন। এর পরে, স্লাইড করে বাঁ দিকের মেনু ড্রয়ারটি খুলুন।
>> এবার সেটিংসে যান।
>> এখানে শো হিডেন ফাইলস অপশনটির টগলটি চালু করুন।
>> তারপর প্রথম পেজে ফিরে যান। নিচে ইন্টারনেট স্টোরেজ অপশনে ক্লিক করুন।
>> একটু নিচে স্ক্রোল করুন এবং হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি খুঁজুন। এটি খুলুন এবং তারপর মিডিয়া ফোল্ডারে ক্লিক করুন।
এতে আপনি স্ট্যাটাস ফোল্ডার দেখতে পাবেন। এটি খুলে ফেললেই আপনি গত ২৪ ঘণ্টার মধ্যে দেখা সব স্ট্যাটাস এই ফোল্ডারে দেখতে পাবেন। আর সেখান থেকেই আপনার পছন্দ মতো স্ট্যাটাস আপনি সেভ করে নিতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম