ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের সেরা ৫ মিউজিক অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

অনেকেই স্মার্টফোনে গান শোনেন। রাস্তায় চলতি পথে কিংবা কাজের ফাঁকে গান আপনার মনকে সতেজ রাখে। প্রিয় শিল্পীর কোনো গান কিংবা ট্রেন্ডি কোনো গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন অবসরে। হয়তো গল্পের বই পড়ার সময় পাশে বাজছে কোনো পুরোনো গান।

ঘরে অনেকে ব্লুটুথ স্পিকার ব্যবহার করেন। তবে বাইরে সেই উপায় নেই। স্মার্টফোনই একমাত্র ভরসা। তাই জেনে রাখুন স্মার্টফোনে গান শোনার সেরা অ্যাপ কোনগুলো। যারা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য সেরা ৫ অ্যাপের খোঁজ জানাচ্ছি। অ্যাপগুলো খুব সহজেই প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব মিউজিক
সারা বিশ্বের সবচেয়ে প্রিয় মিউজিক অ্যাপ ইউটিউব মিউজিক। এতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান শুনতে পারবেন এবং নতুন গানও আবিষ্কার করতে পারবেন। এতে ব্যবহারকারীরা বিজ্ঞাপনমুক্ত গান শুনতে পাবেন। গানের বিশাল ডেটাবেস রয়েছে এখানে। তাই নতুন পুরোনো বিভিন্ন ভাষার গান খুব সহজেই পেয়ে যাবেন এখানে।

স্পোটিফাই
এটি বিশ্বের একটি জনপ্রিয় মিউজিক অ্যাপ। এখানে ব্যবহারকারীরা অ্যালবাম, পডকাস্ট এবং সিঙ্গল ট্র্যাক শুনতে পারবেন। এই অ্যাপ থেকে বিনামূল্যে গান শোনা যায়। বিজ্ঞাপন মুক্ত পরিষেবার জন্য ব্যবহারকারীদের স্পোটিফাই প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। এতে ব্যবহারকারীরা অনেক মোডও পাবেন।

আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেসব অ্যাপ

অ্যামাজন প্রাইম মিউজিক
এটি অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য একটি বিনামূল্যের অ্যাপ। এটি একটি বিজ্ঞাপন মুক্ত অ্যাপ এবং এর থেকে অ্যামাজন প্রাইম সদস্যরা সীমাহীন গান ডাউনলোড করতে পারবেন। এতে তারা আঞ্চলিক ভাষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গান শুনতে পারবেন। অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস সহকারীও এতে পাওয়া যায়।

সাউন্ডক্লাউড
বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অ্যাপটি। ১২০ মিলিয়নের বেশি গান আছে এই অ্যাপে। এখানে আপনি সরাসরি বন্ধুদের সঙ্গে এমনকি শিল্পীদের সঙ্গেও চ্যাট করতে পারবেন। নিজের পছন্দমতো প্লেলিস্ট তৈরি করতে পারেন এবং আপনার রুচির উপর ভিত্তি করে কিউরেটেড ট্র্যাকলিস্ট পেতে পারেন। তবে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হবে আপনাকে। যেহেতু বিনামূল্যে ব্যবহার করছেন।

গানা
বর্তমানে একটি জনপ্রিয় সংগীত অ্যাপ। এটিতে তেলুগু, তামিল, মরাঠি, কন্নড়, পঞ্জাবি, মলয়ালম, ওড়িয়া, রাজস্থানি, বাংলা, অহমিয়া এবং ভোজপুরির মতো আঞ্চলিক ভাষার বিশাল গানের সংগ্রহ রয়েছে। এটিও একটি বিনামূল্যের অ্যাপ।

সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

কেএসকে/এএসএম

আরও পড়ুন