আইফোনেও ব্যবহার করা যাবে এই ইয়ারবাড
স্মার্ট গ্যাজেটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেজন্য প্রায় নামিদামি সংস্থার পাশাপাশি ছোট সংস্থাগুলোও স্মার্ট গ্যাজেট আনছে বাজারে। পোকো বর্তমানে স্মার্টফোনের জগতে বেশ জনপ্রিয়। গ্রাহকদের জন্য এবার নতুন একটি ইয়ারবাড নিয়ে হাজির হলো পোকো। ‘পোকো পডস’ সংস্থার প্রথম ইয়ারবাড।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য ডিজাইন হওয়া এই ইয়ারবাডসে রয়েছে স্ট্যান্ডার্ড এসবিসি ব্লুটুথ কোডিক সাপোর্ট। তবে ব্লুটুথের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন এই ইয়ারবাডটি।
ফোন করার জন্য ইন-বিল্ট মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডটিতে। যেহেতু দাম অনেকটাই কম রয়েছে তাই অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার নাও থাকতে পারে এই ইয়ারবাডে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে কিছুটা পরিমাণে নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকতে পারে। যদিও এই প্রসঙ্গে বিশদে কিছু জানা যায়নি।
লম্বা স্টেম এবং সিলিকনের ইয়ারবাডস রয়েছে এর মধ্যে। এর ডিজাইন অনেকটা অ্যাপেল এয়ারপডস প্রো মডেলের মতো। চার্জিং কেসটি দেখতে অনেকটা ডিমের মতো। সামনের অংশে হলুদ রঙে ব্র্যান্ড হিসেবে লেখা রয়েছে পোকো।
ইয়ারবাডগুলোতে একটি ৩৪এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিং কেস সহ পোকো পডস ৩০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট দেবে বলে দাবি করেছে সংস্থা। মাত্র ১০ মিনিট চার্জে ৯০ মিনিট গান শুনতে পারবেন এতে। ওয়্যারলেস রেঞ্জ থাকবে ১০ মিটার পর্যন্ত। চার্জ হতে সময় লাগবে ১.৫ ঘণ্টা।
আরও পড়ুন: এক চার্জে ৪৫ ঘণ্টা চলবে ইয়ারবাড
সংস্থার দাবি পোকো পডস একটি সোয়েট প্রুফ ডিভাইস অর্থাৎ ঘামে নষ্ট হবে না। তাই ওয়ার্ক আউট করার সময় অনায়াসে এই ইয়ারবাডস পরে থাকা যাবে।
কালো এবং হলুদ রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। ইয়ারবাডটি ভারতের বাজারে দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৬২৬ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ইয়ারবাডস।
কেএসকে/এমএস