ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এবার ঘুম-স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্ট রিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৪ জুলাই ২০২৩

দিন দিন বাড়ছে স্মার্ট গ্যাজেটের ব্যবহার। দৈনন্দিন কাজের জন্য স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ, স্মার্টটিভি বিভিন্ন কিছুই ব্যবহার করছেন। এসব গ্যাজেটের মধ্যে স্মার্টফোন বা স্মার্টওয়াচ সারাক্ষণ খেয়াল রাখতে পারে আপনার স্বাস্থ্যের। এমনকি স্মার্টওয়াচগুলো ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা, ঘুমের পরিমাণ, দিনে কখন কতটুকু পানি খেতে হবে তা সবই জানিয়ে দেয়।

এবার জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোট নিয়ে এলো স্মার্ট রিং, যা একদিকে ফ্যাশন ট্রেন্ড ফলো করবে অন্যদিকে আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। এই স্মার্ট রিং হলো বোটের স্মার্ট ডিভাইস সেগমেন্টে প্রথম প্রোডাক্ট। এর নাম থেকেই স্পষ্ট যে, আঙুলে পরতে হবে এই স্মার্ট রিং। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে।

স্মার্ট রিংটি সেরামিক এবং ধাতু দিয়ে তৈরি। অত্যাধুনিক ডিজাইনের Boat কোম্পানির এই স্মার্ট রিংয়ের মধ্যে থাকবে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো স্বাস্থ্য সংক্রান্ত ট্র্যাকিং ফিচার। এছাড়া গ্রাহকদের শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করার জন্য রিংটিতে একটি টেম্পারেচার সেন্সর রাখা হয়েছে। এতে স্টেপ ট্র্যাকিংয়ের মতো ফিচারও রয়েছে, যা আধুনিক স্মার্টওয়াচে পাওয়া যায়।

আরও পড়ুন: অ্যাপলের মতো স্মার্টওয়াচ আনলো বোল্ট

এতে নারীদের জন্য একটি বিশেষ ফিচারও ব্যবহার করা হয়েছে। আসলে এর মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে পারবেন নারী ব্যবহারকারীরা। এছাড়া স্মার্ট রিংটি ৫ এটিএম চাপে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সোয়েট-রেজিস্ট্যান্ট বা ঘাম-প্রতিরোধী। এর ফলে এই রিং পরে খুব সহজেই সাঁতার কাটা কিংবা অন্যান্য কাজ করা যাবে।

স্মার্ট রিংটি কবে বাজারে আনবে সংস্থাটি তা জানা যায়নি। এর দাম সম্পর্কেও কিছু জানায়নি সংস্থাটি। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগির বাজারে আসবে স্মার্ট রিংটি। ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বোটের নিজস্ব অনলাইন স্টোর থেকে কেনা যাবে এটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

আরও পড়ুন