ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ভ্লগারদের জন্য বিশেষ ক্যামেরা আনলো ফুজিফিল্ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৩ জুলাই ২০২৩

প্রতিনিয়ত বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। শুধু বিনোদনের খোরাক মেটাতেই নয়, আয়ের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এসব প্ল্যাটফর্মগুলো। তাইতো দিন দিন সব প্ল্যাটফর্মে বেড়েই চলেছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা। কেউ নানা বিষয়ে শর্ট ভিডিও তৈরি করছেন কেউবা ডেইলি কাজের ভিডিও করে তা পোস্ট করছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। এবার সেই ভ্লগারদের জন্য ফুজিফিল্ম নিয়ে এলো একটা ভ্লগিং ক্যামেরা।

ছোট্ট সুন্দর এই ক্যামেরা ব্যাগে খুব সহজেই বহন করতে পারবেন। যেসব ভ্লগাররা তাদের ফলোয়ারদের রোমাঞ্চের অন্য মাত্রায় নিয়ে যেতে চান, তাদের জন্য চমৎকার হতে চলেছে ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরাটি। নতুন এই মিররলেস ক্যামেরাটি ওজনে খুব কম হলেও ডিএসএলআর-এর সব বৈশিষ্ট্যই রয়েছে এতে।

আরও পড়ুন: অ্যাপলের মতো স্মার্টওয়াচ আনলো বোল্ট

ক্যামেরাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ডিজাইন এবং লাইটিং। মাত্র ৫০০ গ্রাম ওজনের ক্যামেরাটি সঙ্গে থাকলে মনেই হবে না আলাদা কোনো ভার বহন করছেন। বরং এর কমপ্যাক্ট ডিজাইন এবং এআই প্রযুক্তি আপনাকে বিভিন্ন বিষয় ফোকাস করে শুট করতে আগ্রহী করে তুলবে।

নতুন ক্যামেরাতে ভিডিও ফিচার সাজানো হয়েছে পুরোপুরি ভ্লগারদের কথা মাথায় রেখে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্যামেরা ব্যবহার করে আপনি ৬০ এফপিএস-এ ৪ হাজার ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর জন্য রয়েছে নির্দিষ্ট একটি মোড, যেখানে হেডফোন জ্যাক কানেক্ট করে আপনি অডিও শুনতে পারবেন।

কালার টিউনিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সংস্থাটি। নতুন ক্যামেরাটিতে রয়েছে ১৯টি ফিল্ম সিমুলেশন মোড, যা ছবির কোয়ালিটি আরও বাড়াতে পারে। তবে ভিডিওতে যদি আরও ফোকাস থাকে, তার অর্থ হলো বিল্ট-ইন ইমেজ স্টেবিলাইজেশনের দ্বারা ক্যামেরাটি যে কোনো পরিস্থিতে কোনো কনটেন্ট শেক ও ব্লার করতে দেয় না। এমনকি একবার চার্জে ৮০০ ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন এতে।

এই ক্যামেরার দাম নির্ভর করছে আপনি কোন মডেল কিনবেন তার উপর। ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরা ভারতে দাম শুরু হচ্ছে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা থেকে। এটি শুধু বডির দাম। লেন্সের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা থেকে ১ লাখ ৭২ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন ক্যামেরাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

আরও পড়ুন