ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে বাড়ির নেমপ্লেট ঝাপসা করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০২ জুলাই ২০২৩

গুগল ম্যাপ সঙ্গে থাকলে বিশ্বের কোনো রাস্তাই এখন অচেনা নয়। স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বিশ্বের যে কোনো শহর, রাস্তাঘাট, বাড়ি, রেস্তোরাঁ স্মার্টফোনে গুগল ম্যাপের মাধ্যমে খুব সহজেই খুঁজে পাওয়া যায়।

সম্প্রতি অ্যাপে যোগ হয়েছে নতুন স্ট্রিট ভিউ ফিচার। যেখানে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে এলাকার মধ্যে কী কী দোকান রয়েছে, গাড়ি পার্কিং, রাস্তার নাম ইত্যাদি সব দেখা যায়। তবে অনেক মানুষ এই ভিউ দেখে উপকৃত হলেও এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য সারা দুনিয়ার কাছে উন্মুক্ত হয়ে যাবে। যেমন বাড়ি ছবি, গাড়ির লাইসেন্স প্লেট ইত্যাদি।

আরও পড়ুন: অন্য কেউ গুগল অ্যাকাউন্টে ঢুকলে বুঝবেন যেভাবে

চাইলে এগুলো ব্লার বা ঝাপসা করে রাখতে পারেন। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, লোকেশন অনেকেই গুগল ম্যাপে দিয়ে রাখেন। তবে চাইলে নিজের ব্যক্তিগত তথ্য গুগল ম্যাপে ঝাপসা করে দিতে পারেন। গুগলের অফিশিয়াল সাপোর্ট পেজ অনুযায়ী, স্ট্রিট লেভেল যে ছবিগুলি থাকে তাতে অটোমেটিক্যালি ব্যক্তিগত তথ্য ঝাপসা হয়ে যায়।

জেনে নিন কীভাবে কাজটি করতে পারবেন-

>> ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার থেকে এই maps.google.com ওয়েবসাইটে যেতে হবে।
>> লগ ইন করে যেগুলো ঝাপসা করতে চাইছেন সেসব লোকেশনে যান।
>> তারপর নেম ট্যাগে থাকা ডটগুলোতে ক্লিক করে ‘রিপোর্ট এ প্রবলেম’ অপশন সিলেক্ট করতে হবে।
>> এবার বাড়ির ঠিকানা, বিল্ডিং নম্বর যা কিছু আপনি ঝাপসা করতে চান সেগুলো সিলেক্ট করুন।
>> তারপর কেন ঝাপসা করতে চাইছেন তার একটি কারণ লিখে, ক্যাপচা কোড এবং ইমেইল অ্যাড্রেস দিলেই সেই রিপোর্ট জমা হয়ে যাবে গুগলের কাছে।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জেআইএম

আরও পড়ুন