ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১০ জুন ২০২৩

হুটহাট বৃষ্টি, আবার তীব্র গরম। আবহাওয়ার খবর আগেভাগে বলা এখন বেশ মুশকিলের ব্যাপার। ঘর থেকে বের হওয়ার আগে দেখলেন ঝলমলে রোদ। বাইরে বের হয়ে পড়লেন প্রচণ্ড বৃষ্টিতে। এ সময় বাইক চালাতে অবশ্যই বাড়তি কিছু সতর্কতা মানতে হবে।

বৃষ্টিতে রাস্তা অনেকটা পিচ্ছিল থাকে তাই দুর্ঘটনার সম্ভাবনাও থাকে অনেক বেশি। তাই জেনে নিন বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখবেন-

কম গতিতে বাইক চালান
ভেজা রাস্তার ওপর দিয়ে জোরে বাইক চালানো একেবারেই উচিত নয়। রাস্তায় কোনো বাঁক নেওয়ার সময় বাইকের গতি কমিয়ে আনুন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা কম থাকবে।

ব্রেক পরীক্ষা করুন
বাইকের ব্রেক ঠিক আছে কি না, তা বর্ষা শুরুর আগেই পরীক্ষা করে নিন। ব্রেক অয়েল ব্যবহার করুন। যাতে যে কোনো পরিস্থিতিতে ব্রেক কষলে দ্রুত কাজ করে। এতে বিপদ এড়ানো সম্ভব।

হেলমেট ব্যবহার করুন
যে কোনো দুর্ঘটনা থেকে মাথাকে সুরক্ষা দিতে হেলমেট খুবই জরুরি। মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের মাথায় হেলমেট থাকা আইনত বাধ্যতামূলক। বর্ষাকালে হেলমেট আপনাকে বাড়তি একটা সুরক্ষা দেবে আর তা হলো আপনার চোখের সুরক্ষা। তবে কালো নয়। সাদা, হলুদ বা কমলা রঙের গ্লাস এক্ষেত্রে চমৎকার কাজে দেয়।

হেডলাইন জ্বালিয়ে রাখুন
বর্ষা মানেই অনবরত বৃষ্টি হবে। বৃষ্টির সময় অবশ্যই নিজের বাইকের হেডলাইট জ্বালিয়ে রাখুন। এতে বিপদের আশঙ্কা অনেকটাই কমে।

রেইনকোট ব্যবহার করুন
বর্ষাকালে কখন বৃষ্টি হবে তার কোনো পূর্বাভাস থাকে না। ফলে বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই রেইনকোট সঙ্গে রাখুন। ছাতা হাতে বাইক চালানো খুবই কঠিন। এই পরিস্থিতিতে রেইনকোট আপনাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে।

চেন পরীক্ষা করুন
বর্ষাকালে বাইকের চেনে ময়লা জমে যায়। তাই প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে সেটা পরীক্ষা করুন। নিয়মিত পরিষ্কার করুন। বাইকের চেনে যাতে জং না ধরে সেটা নজরে রাখা প্রয়োজন। চেনে লুব্রিক্যান্ট ব্যবহার করবেন প্রয়োজন মতো।

বাইকের টায়ার পরীক্ষা করুন
বাইকের টায়ারের যত্ন নিন। বর্ষা শুরুর আগে আপনার বাইকে টায়ার ঠিক আছে কি না, হাওয়া আছে কি না-এসব খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিন। ভালো মানের টায়ার বাইকের রোড গ্রিপ বজায় রাখতে সাহায্য করে। হাই স্পিডে ব্রেক কষলেও ভেজা রাস্তায় চাকা স্কিড করার প্রবণতা অনেকটাই কমে যায়।

 

আরও পড়ুন: ই-স্কুটার দ্রুত ফুল চার্জ করার উপায়

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/এমএস

আরও পড়ুন