হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি স্টোরি পোস্ট করা যাবে ফেসবুকে
এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় সরাসরি ফেসবুকে স্টোরি পোস্ট করতে পারবেন। একদিকে যেমন সময় বাঁচবে তেমনি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন ফেসবুকের স্টোরিতে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্ল্যাটফর্মটি। এবার বেশ কিছু ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে এটি একটি। যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি একই স্ট্যাটাস ফেসবুক স্টোরি হিসেবে আপলোড করা যাবে। এই ফিচারটি আরও বেশি মানুষের কাছে কনটেন্ট পৌঁছে দিতে সাহায্য করবে।
আরও পড়ুন: এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলে আয় করা যাবে
ইনস্টাগ্রামে এমন ফিচার অনেকদিন থেকেই রয়েছে। যে কোনো স্টোরি পোস্ট করার সময় বা পরেও সেটি ফেসবুকের স্টোরিতে শেয়ার করা যায়। এবার সেই সুবিধা এলো মেটার মালিকানাধীন আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে।
এই ফিচার কার্যকর হলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করার সময় ‘অলওয়েজ শেয়ার স্ট্যাটাস অন ফেসবুক’ অপশন দেখা যাবে।
এটি চালু করা হলে, যখনই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন ব্যবহারকারী, সেই স্ট্যাটাসটি ফেসবুকে স্টোরি হিসেবে শেয়ার করা হবে।যারা তাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের পোস্ট আলাদা রাখতে পছন্দ করেন, তাদের জন্য ডিফল্ট নির্বাচন না করার সুবিধাও থাকবে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
কেএসকে/এএসএম