ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ০২ মার্চ ২০২৩

ফোল্ডেবল ফোনের জগতে খুব শিগগির নাম লেখাতে চলেছে ওয়ানপ্লাস। স্যামসাং বেশ কয়েকবছর আগেই পরবর্তী প্রজন্মের ভাঁজ করা ফোন এনেছে বাজারে। স্যামসাংকে টেক্কা দিতে শাওমিও কিছুদিন আগেই বাজারে তাদের ভাঁজ করা ফোন এনেছে। তবে এখনো এই ফোল্ডেবল ফোনের বাজার ধরে রেখেছে স্যামসাং।

এবার স্যামসাং ও শাওমিকে টেক্কা দিতে প্রযুক্তি বাজারে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে ওয়ানপ্লাস। ফোল্ডেবল ফোনের আলাদা একটা চাহিদা বরাবরই ছিল। ফ্যাশনেবল এই ট্রেন্ডি ফোনের শখ কম বেশি সবারই আছে। চীনা সংস্থা ওয়ানপ্লাস এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার আরও চমক নিয়ে আসছে সংস্থাটি।

আরও পড়ুন: কোন কানে ফোন ধরবেন, জানালো গবেষণা

ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকই লঞ্চ হতে পারে ফোনটি। এ বছর স্পেনের বার্সেলোনায় বসেছে এমডব্লিউসির আসর। আর সেখানেই এই ঘোষণা করলেন ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন। তিনি জানিয়েছেন, আরও ফাস্ট ও স্মুদ এক্সপিরিয়েন্স নিয়ে আসতে চলেছে ফোল্ডেবল ফোন। পাশাপাশি ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।

শোনা যাচ্ছে, ২কে ডিসপ্লের সঙ্গে আসতে চলেছে ফোল্ডেবল ফোনটি। যার সঙ্গে অনেকটাই মিল থাকবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এর। একটি নয়, একসঙ্গে দুটি ফোল্ডেবল ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস। একটি ওয়ানপ্লাস ভি ফ্লিপ এবং দ্বিতীয়টি ওয়ানপ্লাস ভি ফোল্ড। অপ্পো ফাইন্ড এন সিরিজের উপর বেস করে তৈরি হবে যেটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

আরও পড়ুন