হোয়াটসঅ্যাপ চ্যাটের নিরাপত্তা বাড়াবেন যেভাবে
সম্প্রতি হ্যাকাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে চ্যাট পড়ছে। বিভিন্ন জনকে মেসেজের রিপ্লাইও দিচ্ছে। জেনে নিচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, চুরি করছে ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ফাইল। হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর নিরাপত্তার জন্য নানান উপায় রয়েছে।
মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপে রয়েছে টু-স্টেপ ভেরিফিকেশন সুবিধা। প্রযুক্তিবিদরা হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। চ্যাটের নিরাপত্তার জন্য আরও যা করতে পারেন জেনে নিন-
>> প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করে দিন। না হলে সেই নম্বরে পাঠানো সব মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন।
>> ফোন পরিবর্তন করলে আগের সব চ্যাট নতুন ফোনে ট্রান্সফার করে ব্যাকআপ থেকে ডিলিট করে দিন।
>> টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করুন যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
>> অপরিচিত কারও পাঠানো লিংক ওপেন করবেন না।
কেএসকে/জেআইএম