ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

লুকিয়ে কেউ আপনার ফেসবুক ঘাঁটছে কি না জানবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে কয়েকশ কোটি। ব্যবহারকারীর নিরাপত্তার জন্য ফেসবুক প্রোফাইল লক করার সুবিধা এনেছিল। ফলে যে কেউ চাইলেই অন্যের প্রোফাইল ঘেঁটে দেখতে পাবেন না। তবে এখনো যারা প্রোফাইল লক করেননি তাদের তালিকায় থাকা বন্ধুরা অ্যাকাউন্ট ঘুরে দেখে দেখে। ছবি চুরি করে কিংবা উল্টাপাল্টা কমেন্ট করে।

খুব সহজেই জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট কে ঘাঁটাঘাঁটি করছে। এজন্য কয়েকটি পদ্ধতি জানলেই হবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে জানতে পারবেন কে লুকিয়ে আপনার ফেসবুক প্রোফাইল দেখে-

আরও পড়ুন: ফেসবুক-ইনস্টাগ্রামেও চালু হচ্ছে পেইড সাবস্ক্রিপশন!

>> প্রথমে আপনার ফোন বা কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো ব্রাউজার খুলুন।

>> সেখানে আপনার ফেসবুক আইডি খুলতে হবে।

>> আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার প্রোফাইলে রাইট ক্লিক করুন।

>> রাইট ক্লিক করলে ভিউ পেজ সোর্স অপশন পাবেন, এই অপশনে ক্লিক করুন।

>> যদি এই অপশনটি না পান, তবে আপনার প্রোফাইল খোলার পরে CTRL+U কমান্ড দিয়ে ভিউ পেজ খুলতে পারেন।

>> এবার BUDDY_ID লিখে সার্চ করুন। এরপর আপনি অনেক ID দেখতে পাবেন। সেখানে যে আইডিতে ১৫ সংখ্যার কোড পাবেন। সেই কোডটি কপি করে নিন।

>> ব্রাউজারে একটি অন্য ট্যাব খুলে facebook.com/profile ID পেস্ট করুন। এবার সেই ১৫ সংখ্যার কোডটিপেস্ট করুন।

>> সার্চ করলেই যে ব্যক্তি আপনার প্রোফাইল চেক করবে তার আইডি আপনার সামনে খুলে যাবে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

আরও পড়ুন