ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বছরের শুরুতেই মাহিন্দ্রার ২ এসইউভি গাড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

২০২৩ সালের শুরুতেই জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রা নিয়ে আসছে ২টি এসইউভি গাড়ি। মাহিন্দ্রা থার এসইউভির নতুন ভেরিয়েন্ট খুব শিগগির আসছে ভারতীয় বাজারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, থার আসছে দুটি নতুন রঙে ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই ২ডব্লিউডি সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ।

মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি মডেল এক্সইউভি৩০০-তে ব্যবহার করা হয়েছে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টটি পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে ৪×৪ ব্যাজ অনুপস্থিত। অন্যদিকে নতুন সস্তা থার এসইউভি-তে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এছাড়াও আছে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১৭৭ বিএইচপি আউটপুট পাওয়া যাবে।

আরও থকাছে ২.২ লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন রয়েছে ৪×৪ সংস্করণটিতে। সঙ্গে থাকবে ৬ স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। তবে ২ডব্লিউডি এবং ৪ডব্লিউডি উভয় ভার্সনেই ২.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ।

নতুন ভেরিয়েন্ট একটি বড় বদলের সঙ্গে আসতে চলেছে। যেটার মধ্যে অন্যতম হলো ড্রাইভিং সিস্টেম। এটি টু হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে। বর্তমান ডিজেল মডেলটি ফোর হুইল ড্রাইভ সিস্টেমে পাওয়া যায়। এর মধ্যে গিয়ার লিভারের জায়গায় সেন্ট্রাল কন্ট্রোল দেওয়া হয়েছে। ডিজেল ইঞ্জিন ছাড়া কোম্পানি বর্তমান ২.০ লিটার টার্বো পেট্রোল ভেরিয়েন্টেরকেও টুহুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পেশ করতে চলেছে। এর মধ্যেও সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স শামিল করা হবে।

এই মুহূর্তে মাহিন্দ্রা থার এক্সইউভি৩০০ ফোর হুইল ড্রাইভ ভেরিয়েন্টগুলোর (এক্স শোরুম) দাম শুরু হচ্ছে ১৩ লাখ ৫৯ হাজার টাকা থেকে। টপ মডেলটির দাম ১৬ লাখ ২৯ হাজার টাকা। অন্যদিকে তবে মাহিন্দ্রা থার ২ডব্লিউডি-এর দাম এক্স শোরুম প্রাইস শুরু হতে পারে ১০ লাখ টাকা থেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

আরও পড়ুন