ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নতুন বছরে আরও কঠোর হচ্ছে নেটফ্লিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সারা বছরই ছিল আলোচনায়। ১০০ দিনে ২ লাখ গ্রাহক হারিয়ে দিশেহারা অবস্থা হয় নেটফ্লিক্সের। এরপর পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি। ফলাফল হয় আরও খারাপ। আবারও পাসওয়ার্ড শেয়ারিংয়ের অনুমতি দেয় প্ল্যাটফর্মটি তবে তা পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে।

এবার নতুন ঘোষণা দিলো প্ল্যাটফর্মটি। অনেকেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি বেশি হওয়ায় তা শেয়ার করে ব্যবহার করেন। তবে নতুন বছরে আর সেই সুবিধা পাচ্ছেন না ব্যবহারকারীরা। অর্থাৎ আর পাসওয়ার্ড শেয়ার করা যাবে না বন্ধুদের সঙ্গে। আর যদি পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্ট থেকে অনেকে সুবিধা পেতে চান, তাহলে দিতে হবে অতিরিক্ত টাকা। বিশ্বজুড়েই এই নতুন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

নেটফ্লিক্সের একই পাসওয়ার্ড ব্যবহারকারীরা একই পরিবারের সদস্য কি না তা বোঝার জন্য এবার থেকে নাকি ইউজারদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট যে ডিভাইস থেকে ব্যবহার করা হচ্ছে তার আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখা হবে।

এছাড়াও যারা ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখতে যান এবং ধরা পড়েন তাহলে প্রথমে নেটফ্লিক্সের পক্ষ থেকে বার্তা পাঠানো হবে যে অবিলম্বে ভিপিএন ব্যবহার বন্ধ করুন। এই শর্তাবলী না মানলে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। মূলত ভিপিএনের মাধ্যমে ইউজারের অবস্থান লুকিয়ে রাখা যায়। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে অন্য দেশের কনটেন্ট দেখতে পাবেন। এই বিষয়টিই একেবারে পছন্দ করে না নেটফ্লিক্স সংস্থা। তাই ভুলেও এই কাজ করতে যাবেন না। পড়তে পারেন জরিমানায় কিংবা অ্যাকাউন্টও বাতিল হতে পারে যে কোনো সময়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কেএসকে/জেআইএম

আরও পড়ুন