ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকের পাবলিক ভিডিও ডাউনলোড করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০২ ডিসেম্বর ২০২২

দিনের বেশিরভাগ সময় কাটছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে। ফেসবুক সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম। দিনে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে ফেসবুকের। মাঝে মাঝে নিউজফিডে এমন সব ভিডিও সামনে পড়ে যা হয়তো লাইক কমেন্ট করেও মন ভরে না। ডাউনলোড করে রাখতে চান।

তবে ফেসবুকে পাবলিক ভিডিওগুলো সরাসরি ডাউললোড করতে পারেন না অনেকে। এজন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে এখন আর কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। সরাসরি অ্যান্ড্রয়েড ফোনেই ফেসবুকের পাবলিক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

গুগল ক্রোম থেকে করতে চাইলে-
>> এখানে ক্লিক করে এক্সটেনশনটির ওয়েবপেজে যান এবং ‘অ্যাড টু ব্রাউজার’ এ ক্লিক করুন।
>> একই ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক এক্যাউন্টে প্রবেশ করুন। খেয়াল রাখবেন, যেন পিসি মুড অন থাকে।
>> যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, সেটার নিচে দেখুন কিছু অপশন আছে। ওখান থেকে প্রয়োজন অনুযায়ী কোয়ালিটি বাছাই করে ডাউনলোড করে ফেলুন।

অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে চাইলে-
>> আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন।
>>যে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওর উপরে থ্রি ডট অপশনে ক্লিক করুন।
>> এরপর কপি লিঙ্ক অপশনে ট্যাপ করুন।
>> ট্যাপ করলেই আপনার ফোনে ভিডিও লিঙ্ক কপি হবে

সূত্র: মেক অব ইউজ

কেএসকে/এমএস

আরও পড়ুন