গুগল প্লে স্টোরের ৪ ভাইরাস অ্যাপ
গুগল প্লে স্টোরে সম্প্রতি ৪টি ভাইরাস অ্যাপের খোঁজ পেয়েছে ইন্টারনেট সুরক্ষা সংস্থা ম্যালওয়্যারবিটস। জনপ্রিয় এই অ্যাপগুলোর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে ফিশিং অ্যাটাক করছে হ্যাকারা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতেই এই অ্যাপগুলো তৈরি করেছে সাইবার অপরাধীরা।
এরই মধ্যে ১০ লাখ ব্যবহারকারী অ্যাপগুলো ডাউনলোড করেছেন। সেখানে হদিশ মিলেছে বিপজ্জনক ট্রোজানের। ম্যালওয়্যারবিটসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল অ্যাপস গ্রুপ নামের এক ডেভেলপার এই অ্যাপগুলো তৈরি করেছে। বিপজ্জনক এই অ্যাপগুলো গুগল প্লে স্টোরে অনেকদিন থেকেই ঘাঁটি গেঁড়ে আছে বলেই জানা গেছে।
দেখে নিন যে অ্যাপগুলোতে ম্যালওয়্যার রয়েছে। জানা গেছে, অ্যাপগুলো ইনস্টল করার ৭২ ঘণ্টা পর্যন্ত কোনো সমস্যা হয় না। এরপরই হ্যাকাররা তাদের কাজ শুরু করে। ব্যবহারকারীর ফোন থেকে ব্যাংক এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চুরি করতে থাকে হ্যাকাররা। আপনার আন্ড্রয়েড ফোনে অ্যাপগুলো থাকলে এখনই আনইনস্টল করুন।
>> ব্লুটুথ অটো কানেক্ট
>> ব্লুটুথ অ্যাপ সেন্ডার
>> ড্রাইভার: ব্লুটুথ, ওয়াই-ফাই,ইউএসবি
>> মোবাইল ট্রান্সফার: স্মার্ট সুইচ
সূত্র: হিন্দুস্থান টাইমস
কেএসকে/জেআইএম