ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গোপনে কেউ হোয়াটসঅ্যাপের চ্যাট পড়ছে কি না জানবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:০০ পিএম, ০৪ নভেম্বর ২০২২

 

বর্তমানে বিশ্বের অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে আসে। সেটি হচ্ছে একই সঙ্গে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট লগইন করা যায়। ফলে যেমন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ হয়েছে তেমনি বেড়েছে নিরাপত্তা ঝুঁকি।

যখন আপনার অন্য কোনো ফোন বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ আকাউন্ট লগইন করা থেকে যাবে তখন যে কেউ সেই মেসেজ পড়তে পারবে। এক্ষেত্রে আপনার ফোন বন্ধ থাকলেও ওইসব ডিভাইসে মেসেজ আসতে থাকবে। তাই ব্যবহার করার পর অবশ্যই ডিভাইসগুলো থেকে আকাউন্ট লগ আউট করুন।

দেখে নিন কীভাবে জানতে পারবেন কোথায় কোন ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করা আছে-
>> প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ আকাউন্ট ওপেন করুন।
>> এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে ‘লিংকড ডিভাইসেস’ অপশন সিলেক্ট করুন।
>> যত ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই তালিকা দেখা যাবে এখানে।
>> যে কোনো ডিভাইসের উপরে ট্যাপ করলে কোথায় বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে ও শেষ কখন লগ ইন ছিল সেই তথ্য জানা যাবে।
>> এখানে অচেনা কোনো ডিভাইস দেখতে পেলে লগ আউট বাটনে ট্যাপ করুন।

সূত্র: অ্যালভার ডটকম

কেএসকে/এমএস

আরও পড়ুন