ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

কারিগরি শিক্ষার প্রসারে হিমালয়ের ক্লাসরুম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ অক্টোবর ২০২২

গাজী আবদুর রহিম

কারিগরি শিক্ষার নানা বিষয় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন ঢাকা পলিটেকনিকের সাবেক অতিথি শিক্ষক হিমালয় সেন। তিনি যখন পলিটেকনিকে পড়তেন; তখন কারিগরি শিক্ষার খুঁটিনাটি ইউটিউবে খুঁজতে গিয়ে হতাশ হন। কারিগরি শিক্ষার বিশদ আলোচনা সমৃদ্ধ ইউটিউব চ্যানেল আছে হাতেগোনা দু’একটা। এরপর তিনি ভাবলেন, একটি ইউটিউব চ্যানেল খুলবেন।

তিনি চ্যানেলটির নাম দেন ‘ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম’। তার চ্যানেলের ভিডিও দেখে কারিগরি শিক্ষার্থীরা উপকৃত হতে থাকেন। চ্যানেলটির সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে এক লাখ। এ জনপ্রিয়তার পেছনে আছে হিমালয় সেনের অক্লান্ত পরিশ্রম।

ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের ভিডিওগুলোর বৈশিষ্ট্য হলো-
১. উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির ক্লাস
২. কারিগরি শিক্ষার আপডেট তথ্য প্রদান
৩. বিগত সালের চাকরি পরীক্ষায় আসা প্রশ্নের সল্যুশন
৪. পলিটেকনিকের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক লাইভ প্রোগ্রাম
৫. শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লাইভ ক্লাস।

একই নামে ইউটিউব চ্যানেলের পাশাপাশি চালু করেছেন ফেসবুক পেজ। করোনার পরে নিয়মিত ভিডিও আপলোড ও লাইভ ক্লাস নিয়েছেন। যা কয়েক মাসের মধ্যে পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বস্ত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মে রূপান্তিত হয়েছে। এ পেজ ও চ্যানেলে প্রতিদিন প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে ফ্রি পড়ান হিমালয় সেন। প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলেছে।

মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া হিমালয় সেন ছোটবেলা থেকেই মেধার বিকাশ ঘটিয়েছেন পড়ালেখায়। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট। পড়ালেখা করতে গিয়ে নানা সমস্যায় পড়েছেন। সেজন্য কম সময়ে কর্মজীবনে প্রবেশ করার প্রত্যয়ে মাধ্যমিকের পর ভর্তি হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে।

ডিপ্লোমা শেষ করে ডুয়েট অ্যাডমিশনের প্রস্তুতি নিলেও নানা সমস্যার কারণে সফল হতে পারেননি। এ সময় তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অতিথি শিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণপূর্ত অধিদপ্তরে ‘উপসহকারী প্রকৌশলী’ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

হিমালয় সেন বলেন, ‘চমক হাসান ও আয়মান সাদিককে দেখে অনলাইনে কারিগরি শিক্ষার কার্যক্রম শুরু করি। অনলাইনে অনেক বড় বড় শিক্ষা প্ল্যাটফর্ম থাকলেও কারিগরি শিক্ষার জন্য সুযোগ-সুবিধা কম। আগে সিভিল ডিপার্টমেন্টের ক্লাস দিলেও এখন পলিটেকনিকের সব ডিপার্টমেন্টের শিক্ষার ব্যবস্থা করতে চাই।’

লেখক: কথাশিল্পী।

এসইউ/জেআইএম

আরও পড়ুন