ফেসবুক প্রোফাইলের ছবি চুরি ঠেকাবেন যেভাবে
বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে, ফেসবুকে নিজের ছবি দেওয়া মানে বিপদ ঘরে ডেকে আনা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। নিজের ছবি প্রোফাইলে দেওয়া খুবই বিপজ্জনক। হ্যাকাররা তো আছেই, সেই সঙ্গে খারাপ উদ্দেশ্যে অনেকেই নারীদের ছবি চুরি করেন। এরপর নানাভাবে হয়রানি করেন।
তবে চাইলেই ফেসবুকের প্রোফাইল ছবিটি লক করে রাখতে পারেন। তাহলে যে কেউ আপনার প্রোফাইল ছবি ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে স্মার্টফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন।
>> এবার প্রোফাইলে ট্যাপ করুন।
>> উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
>> সেখানই পেয়ে যাবেন লক প্রোফাইল অপশন।
>> সিলেক্ট করলেই স্ক্রিনের নিচে লক ইউর প্রোফাইল অপশন পাবেন। সিলেক্ট করে দিন।
ডেস্কটপ থেকে কাজটি করতে হলে-
>> প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করুন।
>> এরপর প্রোফাইল ওপর ক্লিক করে থ্রিডট মেনুতে ক্লিক করুন।
>> সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
>> এবার স্ক্রিনের নিচে থাকা লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করে রাখুন।
সূত্র: মাইস্মার্টপ্রাইস, দ্য উইন্ডোজ ক্লাব
কেএসকে/জেআইএম