ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না জেনে নিন সহজেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

বিভিন্ন কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হতে পারে। ভুয়া মেসেজ ফরওয়ার্ড, না বুঝে ম্যালওয়্যার লিঙ্ক বা অ্যাডাল্ট কন্টেন্ট আদান-প্রদান, দেশদ্রোহী কন্টেন্ট আদান-প্রদান করলেও হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। একই কারণে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্যরাও আপনাকে ব্লক করে দিতে পারে।

কেউ আপনাকে ব্লক করেছে কি না তা বোঝার সহজ কিছু উপায় আছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের একটি ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট থেকে মেসেজ পাওয়া থেকে বিরত থাকতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে যেভাবে বুঝবেন-

>> যদি চ্যাট উইন্ডোতে কোনো ব্যক্তির পরিচিতির সর্বশেষ বা অনলাইন স্ট্যাটাস দেখতে না পান।

>>যে কন্ট্যাক্ট আপনাকে ব্লক করেছে, আপনি তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার দেখতে পাবেন না।

>> যদি কাউকে মেসেজ পাঠানোর সময় মেসেজে চেক মার্ক না দেখায়। আপনার যথেষ্ট ইন্টারনেট থাকার পরও মেসেজ সেন্ড না হয় তাহলে বুঝে নিন নিশ্চিত আপনাকে ব্লক করেছে।

>> যে কোনো ধরনের কল করার চেষ্টা করেও নিশ্চিত করা যেতে পারে যে, আপনাকে ব্লক করা হয়েছে কি না। যদি ব্লক করা হয়, তাহলে কলটি কানেক্ট হবে না।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/জেআইএম

আরও পড়ুন