ফেসবুক-ইনস্টাগ্রামে নিজের থ্রিডি অবয়ব বানাবেন যেভাবে
মেটা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনছে। এবার ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজের থ্রিডি অবয়ব বানাতে পারবেন খুব সহজেই।
নিজের চেহারার মতো থ্রিডি অবয়ব বানিয়ে অন্যদের পাঠাতে পারবেন। ব্যবহারকারীরা স্টিকার, প্রোফাইল ছবি, ফিড পোস্টসহ বিভিন্নভাবে এই অবয়ব ব্যবহার করতে পারবেন।
এই থ্রিডি অবয়বগুলোর মধ্যে আছে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ অবয়ব। প্রতিটি অবয়বের জন্য স্কিন শেড যুক্ত করা যাবে। ফলে আপনার ত্বকের সঠিক রঙেই অবয়বগুলো তৈরি করতে পারবেন।
এতে প্রতিটি অবয়ব আরও ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং আকর্ষণীয় দেখাবে। সব দেশের ব্যবহারকারীই এই সুবিধা পাবেন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেসবুকে নিজের অবয়ব তৈরি করবেন-
> প্রথমে ফেসবুক ওপেন করুন।
> এরপর অ্যাপের একদম ডানদিকের কর্নারে পাবেন একটি থ্রি বারস মেন্যু।
> সেখান থেকে সি মোর অপশনে ট্যাপ করুন। এরপর সেখানে দেখাবে অ্যাভাটার (Avatar) অপশন।
> এবার ব্যবহারকারীর স্কিন টোন সম্পর্কে জানতে চাইবে ফেসবুক।
> স্কিনটোন জানানোর পর হেয়ারস্টাইল, চোখের আকৃতি, ঠোঁটসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইবে। একে একে সেগুলো সিলেক্ট করুন।
> এরপর ডান অপশনে ক্লিক করলেই অবয়ব তৈরি হবে। একদম ডানদিকে উপরের কর্নারে আপনার তৈরি করা অবয়ব দেখতে পাবেন।
> পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ওই অবয়ব শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে থ্রিডি অবয়ব তৈরি করবেন যেভাবে-
> প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করুন।
> একদম উপরে থাকা থ্রি বারস মেন্যুতে ট্য়াপ করুন।
> এরপর সেটিংস অপশনে গিয়ে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে।
> ওই মেন্যু অপশনে রয়েছে অ্যাভাটার (Avatar) অপশন। ওই অপশনটি সিলেক্ট করুন।
> অবতার অপশনে রয়েছে একাধিক ফিচার। যেমন মুখ, ঠোঁট, চোখ, আউট ফিট ইত্যাদি সিলেক্ট করুন।
> সব সঠিকভাবে দেওয়া হলে ডান বাটনে ট্যাপ করুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার অবয়ব। এরপর প্রয়োজন মতো শেয়ার করুন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএসকে/এসইউ/এএসএম