ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

পুরোনো ডিজাইনে সুজুকির নতুন স্কুটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

সুজুকির নতুন আরও একটি স্কুটার আসছে বাজারে। সালুটোর পর ১২৫ সিসি স্কুটারের আপডেটেড মডেল নিয়ে হাজির হলো সুজুকি। সম্প্রতি ২০২২ সুজুকি সুইস ১২৫ লঞ্চের ঘোষণা দিয়েছে নির্মাতা সংস্থাটি।

তবে সুজুকি সুইস ১২৫ সালুটো ১২৫ নিও-রেট্রো ডিজাইনের সঙ্গে আসছে বলেই ধারণা করা হচ্ছে। তবে সুইস ১২৫ তে থাকবে আরও স্পোর্টি এবং মর্ডান ডিজাইন।

সুইস ১২৫ একটি অ্যাপরন মাউন্টেড এলইডি হেডলাইট ও ডুয়েল টোন এক্সটেরিয়র পেইন্ট স্কিমের সঙ্গে আসেছে, যা সুজুকির বড় ইঞ্জিনের স্পোর্টস বাইকের স্মৃতি ফিরিয়ে আনবে। ডুয়েল টোন রঙটি স্কুটারের হেডল্যাম্প, বডি বেসলাইন ও পেছনের স্প্লিট গ্রাব রেলে দেখা যাবে।

cover1

সুজুকি সুইস ১২৫-এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন চার্জিং পোর্ট এবং ফ্রন্ট প্লেসড ফুয়েল ফিলার লিড। সুরক্ষার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

সুজুকি সুইস ১২৫-এ সংস্থার ইকো পারফরম্যান্স প্রযুক্তির ১২৪ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ৮.৫ বিএইচপি শক্তি এবং ৯.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ ইঞ্জিনে কোনো আপগ্রেড নেই। কারণ গত বছরের মডেলেও একই আউটপুট ছিল।

শুরুতে তাইওয়ানের বাজারে পাওয়া লঞ্চ করবে সুজুকি সুইস ১২৫। সেখানে এর দাম ৮২ হাজার ২২০ তাইওয়ান ডলার রাখা হয়েছে। তবে ভারতীয় বাজারে কবে লঞ্চ হতে পারে তা এখনো জানা যায় নি।

সূত্র: রাসলেন ডেইলি অটো নিউজ

কেএসকে/এমএস