ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ অর্ধেক পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশিত: ০৬:৩০ এএম, ২০ মে ২০১৬

ক্রিকেটে তো একেবারে হতশ্রী অবস্থা এবার ফিটনেস পরীক্ষাতেও পিছিয়ে রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে অনুশীলন ক্যাম্পে অংশ নেয় ৩১ জন ক্রিকেটার। কিন্তু আশ্চর্য হলেও সত্যি এর ভেতর প্রায় ১৫ জন ক্রিকেটারই ফিটনেস পরীক্ষা ব্যর্থ হন।

শান মাসুদ এবং ফাওয়াদ আলমের ফিটনেস সবার থেকে সেরা। এমনকি পিছিয়ে নেই বুড়ো মিসবাহ এবং ইউনুস খানও। অন্যান্য তরুণ ক্রিকেটারদের থেকেও তাদের শারীরিক অবস্থা ভালো।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘মিসবাহ এবং ইউনুস খান বয়স্ক হলেও অন্যান্য ক্রিকেটারদের থেকে তাদের ফিটনেস অনেক ভালো। ৩১ জন খেলোয়াড় ফিটনেস পরীক্ষায় অংশ নেয় এবং প্রায় ১৫ জনের মত পুরোপুরি নিজেদের ফিট প্রমাণ করতে ব্যর্থ হন।’

সবথেকে খারাপ অবস্থা শোয়েব মকসুদ এবং জুলফিকার বাবরের। পিসিবি থেকে বলা হয়, ‘নির্বাচকরা ফিটনেস টেস্ট উত্তীর্ণদেরকেই দলে নেয়ার ব্যাপারে বেশী আগ্রহী থাকবেন।’

জুনের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড পাড়ি জমাবে পাকিস্তান দল। ১৫ দুনের অনুশীলন ক্যাম্পও করবে হ্যাম্পাশায়ারে। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৪ জুলাই শুরু হবে। সিরিজে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

আরআর/পিআর

আরও পড়ুন