ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুপার সিক্স নিয়ে আশাবাদী শাহরিয়ার নাফীস

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৭ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার ছোটদের বড় লড়াইয়ে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্র। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ছয় ম্যাচে তিন জয় পাওয়া ব্রাদার্সের। তবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও সুপারসিক্স নিয়ে দারুণ আশাবাদী দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।  

মঙ্গলবার মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে নাফীসের ব্রাদার্স ইউনিয়ন। অনুশীলন শেষে তিনি বলেন, ‘সুপার সিক্স নিয়ে অবশ্যই আমরা আশাবাদী। আমাদের প্রস্তুতিও ভালো, শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। আমরা বিশ্বাস করি, ভালো খেলতে পারবো এবং জয় নিয়ে ফিরতে পারবো।’

এবারের লিগে শুরুটা ভালো হয়নি কলাবাগানের। প্রথম তিন ম্যাচ হারের পর শেষ তিন ম্যাচে দুটি জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। অপরদিকে শুরুতে ভালো খেললেও মাঝে পথ হারিয়ে ফেলে ব্রাদার্স। তবে নাফীসের আবার জয়ের ধারায় ফিরেছে দলটি। তাই নিজের দল নিয়ে আশাবাদী নাফীস।

‘কলাবাগান দল হিসাবে ভালো তাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। আর এবারের লিগে কোন ম্যাচই সহজ হচ্ছে না। সব ম্যাচই প্রতিযোগিতা হচ্ছে। আশাকরি কালকেও প্রতিযোগিতামূলক ম্যাচ হবে এবং যে দল ভালো খেলবে তারাই জিতবে।’

তবে লিগকে অনেক কঠিন বলে উল্লেখ করছেন নাফীস। তারমতে দলগুলোর শক্তি কাছাকাছি হওয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতি ম্যাচে। আগামীকালও একই ধরণের প্রতিযোগিতা আশা করছেন তিনি। তবে শেষ মুহূর্তে যারাই ভালো খেলবে তারাই জিতবেন বলে উল্লেখ করেন এ ক্রিকেটার।

‘এবারের লিগের সব ম্যাচই চ্যালেঞ্জিং, এটা শুধু ব্রাদার্সের জন্য নয়, সব দলের জন্য। টপ থেকে শুরু করে বটম পর্যন্ত সবার জন্যই। এর আগে যারা ভালো ক্রিকেট খেলেছে তারাই জিতেছে। আগামীকালও যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’

চলতি লিগে ব্রাদার্সের ব্যাটসম্যানরা প্রায় সবাই প্রত্যেকটা ম্যাচে ভালো সূচনা পেলেও বড় ইনিংস খেলতে পারছেন না তারা। নাফীসের আশা, যেহেতু সূচনা ভালো পাচ্ছে তাই ব্যাটসম্যানরা সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জ্বলে উঠবেন। আগামী ম্যাচেই নতুন কেউ জ্বলে উঠবেন বলে আশা করছেন তিনি।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন