ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গেইল-হাসির রেকর্ড ভাঙলেন কোহলি

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১৭ মে ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অবিশ্বাস্য ফর্মে আছেন আরসিবি অধিনায়ক কোহলি। ব্যাটে হাতে একের পর এক চোখ ধাঁধানো পারফর্মেন্স করে যাচ্ছেন তিনি। এবার আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে মাইক হাসি ও ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন কোহলি। সোমবার কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে এ দুই জনের গড়া রেকর্ড ছাড়িয়ে যান র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।

২০১২ আইপিএলে বেঙ্গালুরুর হয়েই ১৪ ইনিংসে ৭৩৩ রান করেছিলেন গেইল। ১টি শতকের পাশে ছিল ৭টি অর্ধশতক, গড় ৬১.০৮। আর ২০১৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭ ইনিংসে হাসি করেছিলেন ঠিক ৭৩৩ রানই। শতক ছিল না, অর্ধশতক ৬টি, গড় ৫২.৩৫।

এবার ওই দুজনকে কোহলি ছাড়িয়ে গেলেন ১২ ইনিংসেই। কলকাতার বিপক্ষে ম্যাচের পর তার রান ৭৫২। ৩টি শতকের পাশে ৫টি অর্ধশতক আর গড় টি-টোয়েন্টির বিবেচনায় অতি মানবীয় ৮৩.৫৫! টুর্নামেন্টে অন্তত আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বেঙ্গালুরু। কোহলিরও সুযোগ থাকছে তাই রেকর্ডটি আরও সমৃদ্ধ করার।

এমআর/এমএস

আরও পড়ুন