পেরেরার জন্য ক্ষতিপূরণ দেবে আইসিসি
কোন এক ক্রিকেটারের ইস্যুতে এতটা নতি স্বীকার কখনও আইসিসি করেছে কি না সন্দেহ। যেটা করলো শ্রীলংকার উইকেরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরার কারণে। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণ করে পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করার পর চার বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছিল আইসিসি। অবশেষে পেরেরার আইনজীবীদের চ্যালেঞ্জের কারণে কাতারে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাবরেটরিতে আবারও পরীক্ষা করিয়ে নেয়ার পর জানা গেলো তার নমুনায় ড্রাগ নেয়ার কোন প্রমাণই নেই। বাধ্য হয়ে নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি।
শুধু তাই নয়, পরাজয় আরও এক জায়গায় হয়েছে আইসিসির। তারা রাজি হয়েছে, এই ইস্যুতে কুশল পেরেরা কিংবা শ্রীলংকার ক্রিকেট বোর্ডের যে পরিমাণে অর্থ খরচ হয়েছে সেগুলো ফেরত দেবে। লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘আইসিসি রাজি হয়েছে আমাদেরকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে। তবে কী পরিমাণ সেটা বলছি না। লেখার মত নয়।’
মোহন ডি সিলভা আরও বলেন, ‘যে কোন ইস্যুতে আমরা আপিল করার অধিকার রাখি এবং আমাদের বিশ্বাস তারা আমাদের এই আপিলে অবশ্যই সাড়া দেবেন।’
শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এটা নিশ্চিত করেছে যে, কুশল সিলভার ইস্যুতে তাদের প্রায় এক কোটি ৩০ লাখ রুপি (৯২ হাজার ডলার) ব্যায় করতে হয়েছে। যদিও বড় অংকের একটা অর্থ তাদের ব্যায় করতে হয়েছে, তবুও সমস্যাটার তো একটা সমাধান তারা করতে পেরেছে।
আইএইচএস/পিআর