ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ খেলতে গেলেন চার বাংলাদেশি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ শুরু হবে ১৭ জানুয়ারি। এই লিগের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের ৬ খেলোয়াড়। তাদের মধ্যে ৪ জন রোববার নেপাল গেছেন। দুইজন যাবেন ১২ জানুয়ারি।

বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ভরসা শুধু ভারত। সেখানে প্রতি আসরে দুই একজন খেলার সুযোগ পান। এখন নেপাল ফ্র্যাঞ্চাইজি লিগ প্রবর্তন করায় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খুললো নতুন দরজা।

রোববার কাঠমান্ডু গেছেন মিজানুর রহমান (কাঠমান্ডু মেভারিকস), ইয়াসিন আরাফাত (ধানগাদি ওয়াইল্ড-কেটস), মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া (পোখরা লেকার্স)। ১২ জানুয়ারি যাবেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন (হিমালয়ান রাইডার্স)।

ভারতের প্রো-কাবাডি লিগের নিলামে খেলোয়াড়রা নিজেদের পারিশ্রমিক সম্পর্কে জানলেও নেপালের লিগে নিজেদের পারিশ্রমিক সম্পর্কে কিছুই জানেন না তারা।

১২ জানুয়ারি কাঠমান্ডুগামী রোমান হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা কি পাবো কিছুই জানি না। সব আমাদের ফেডারেশন ও সাধারণ সম্পাদক (এসএম নেওয়াজ সোহাগ) জানেন। নেপাল এটা প্রকাশ করেনি। হয়তো বিদেশিদের একটা থোক পারিশ্রমিক দেবে। যা আমাদের জানানো হয়নি।’

নেপালে খেলে বাংলাদেশের কি লাভ হবে? এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘খুব একটা খারাপ হবে না। ওরা অনেকেই নতুন, সেখানে খেলে কিছু শিখতে পারবে। অনেকগুলো ম্যাচ খেললে তাদের মানসিক শক্তিও বাড়বে।’

আরআই/আইএইচএস/