ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিব-কোহলিদের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ০৪:২৭ এএম, ১৬ মে ২০১৬

জিতলেই প্লে-অফ নিশ্চিত সাকিবদের আর হারলেই বাদ কোহলির আরসিবি। এমন এক সমীকরণ সামনে রেখে আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিব-গম্ভীরদের কলকাতা। আজকের ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। তাই কোহলিদের বিপক্ষে জয় দিয়েই শেষ চার নিশ্চিত করতে চায় গম্ভীররা। তবে আজকের ম্যাচ হারলেও সমস্যা নেই সাকিবদের। বাকি দুই ম্যাচে এক জয় পেলেই নিশ্চিত হবে শেষ চার।

এদিকে আইপিএলে চলতি মৌসুমের শুরু থেকেই রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। তবে বোলারদের ব্যর্থতায় কাগজে কলমে শক্তিশালী দল গড়েও জয় পাচ্ছে না তারা। প্লে-অফে খেলতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই কোহলি- ডি ভিলিয়ার্সদের। চলুন দেখে নেয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশটি।

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:
ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, কেএল রাহুল (উইকেটরক্ষক), শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, জুবেন্দ্র চাহাল, এস অরবিন্দ, ক্রিস জর্ডান, বরুন অরুন।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য) একাদশ:
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, মানীষ পান্ডে, পীযুষ চাওলা, সুনীল নারাইন, অঙ্কিত রাজপুত, মরনে মরকেল। 

এমআর/এমএস

আরও পড়ুন