ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সাই শিরোপার যোগ্য: রিয়াল

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৫ মে ২০১৬

শেষ দিন পর্যন্ত টিকে ছিল স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি, কে হচ্ছে চ্যাম্পিয়ন। তবে লুইস সুয়ারেজের হ্যাটিট্রকে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ২৪তম বারেরমত লা লিগার শিরোপার মুকুট জিতে নিল বার্সেলোনা।

শেষ ম্যাচে রোনালদোর জোড়া গোলে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে ম্যাচ জিতলেও লাভ হলো না রিয়াল মাদ্রিদের। তবে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে অভিনন্দন জানাতেও ভুল করেনি রিয়াল। দলটির অধিনায়ক সার্জিও রামোস অভিনন্দন জানিয়েছেন বার্সাকে। বলেছেন, `তারাই যোগ্য দল। শিরোপার সত্যিকারের দাবিদার ছিল তারাই।`

লা লিগায় নিজেদের শেষ ম্যাচের পর রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটকে সার্জিও রামোস বলেন, `আমরা শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপা লড়াইটাকে টেনে আনতে পেরেছি। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাই চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। কারণ, তারাই এবারের লিগ জয়ের সবচেয়ে বড় দাবিদার। `

তবে নিজেরাও যে শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছেন সে জন্য গর্বিত রামোস। তিনি বলেন, `আমরাও গর্বিত যে, শেষ পর্যন্ত লিগটাকে টেনে নিতে পেরেছি এবং চ্যাম্পিয়নদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি। এমনকি শিরোপা জয়ের ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরাও আত্মবিশ্বাসী ছিলাম।`

আইএইচএস/এবিএস

আরও পড়ুন