সতীর্থদের শিরোপা উৎসর্গ করলেন সুয়ারেজ
লা লিগার শিরোপা নিজেদের করে নিতে শেষ ম্যাচে দরকার ছিল জয়ের। বার্সাও পেল জয়। জিতে নিল টানা দ্বিতীয় লিগ শিরোপা। কিন্তু মেসি কিংবা নেইমারের থেকেও এই মৌসুমে বার্সেলোনার হয়ে মূল ভূমিকায় দেখা গেছে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে। গোল্ডেন বুট জয়ের পাশাপাশি জিতেছেন লিগ শিরোপাটাও। আর সেটাই দলের সতীর্থদের উৎসর্গ করলেন ‘এল পিস্তলেরো’।
৪০ গোল করে মেসি-রোনালদো যুগের অবসান ঘটিয়ে জিতেছেন গোল্ডেন বুট। কিন্তু গোল্ডেন বুটের থেকেও বেশী গুরুত্বপূর্ণ ছিল লা লিগা জেতাটা। শিরোপা পেয়ে তাই একটু বেশিই উচ্ছ্বসিত সুয়ারেজ। ‘আমি উদযাপন করার জন্য আর অপেক্ষা করতে পারছিনা। প্রথমেই দলের সতীর্থদের সাথে এবং পরে পরিবার এবং সমর্থকদের সাথে পুরো বছর জুড়েই উদযাপন করে যাবো।’
মেসির দু মাসের ইনজুরিতে পড়ার পর তিনি এবং নেইমার দুজন মিলেই টেনে তুলেছেন বার্সাকে। নেইমার এবং মেসির বদৌলতেই এতগোল পেয়েছেন তিনি। তাই দলের সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সুয়ারেজ। ‘আমরা সংগ্রাম করেছি কিন্তু বার্সেলোনা জয়ী যন্ত্র। আমরা প্রথমেই গোল আদায় করে নিতে পছন্দ করি যাতে পরে আর কষ্ট করতে না হয়। সতীর্থদের এই শিরোপা উৎসর্গ করলাম।’
আরআর/এবিএস