ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যাচ ফেলার হ্যাটট্রিক জয়সওয়ালের, রাগে আগুন রোহিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেটে ভুলে যাওয়ার মতো দিন যসশ্বী জয়সওয়ালের। একই দিনে পরপর তিনটি ক্যাচ মিস! খুব যে খারাপ ফিল্ডার তিনি, ব্যাপারটা এমনও নয়। তাহলে কেন এমনটি হলো? যুঙ্গিসম্মত উত্তর না পাওয়া যাক বা না যাক, সব মিলিয়ে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে জয়সওয়ালকে ঘিরে ধরেছে হতাশা। হাতের দিকে তাকিয়ে আক্ষেপেও পুড়েছেন ভারতীয় তরুণ ক্রিকেটার।

শুরুতেই উসখান খাজার ক্যাচ মিস করেন জয়সওয়াল

প্রথম ইনিংসে ভারত ৩৬৯ রানে অলআউট হলে দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই জীবন পান অসি ওপেনার উসমান খাজা। ২.৫ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে লেগ-গালি অঞ্চলে খাজার সহজ ক্যাচ ফেলে দেন জয়সওয়াল। খাজা তখন মাত্র ২ রানে ব্যাট করছিলেন।

জয়সওয়ালের প্রথম ক্যাচ মিসের পর রোহিত শর্মা খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি। তবে হতাশার ছাপ স্পর্শ ভেসে উঠেছে ভারতীয় অধিনায়কের মুখে। জয়সওয়ালও হতাশ। তিনিও বিশ্বাস করতে পারছেন না, কীভাবে হাত থেকে এমন সহজ ক্যাচ ফসকে গেল!

শেষমেশ পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান বাঁহাতি অসি ওপেনার খাজা। তার আগে করেন ২১ রান।

পিচে থিতু হয়ে থাকা লাবুশেনের ক্যাচ ফেলেন জয়সওয়াল

ইনিংসের ৩৯.২ ওভারে পেসার আকাশ দীপের বলে গালিতে মারনাস লাবুশেনের অতি সহজ ক্যাচ ফেলে দেন জসওয়াল। চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেটারের এটি দ্বিতীয় ক্যাচ মিসের ঘটনা। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেননি রোহিত। হাত-পা ছুড়ে বিরক্তি প্রকাশ করেন।

রোহিতের রেগে যাওয়ার কারণও আছে। এ ঘটনার আগে ১১ বলে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলেন বুমরাহ। লাবুশেনের উইকেট ফেলতে পারলেই ভারতের নিয়ন্ত্রণে থাকতো ম্যাচ। যদিও রোহিতের এমন প্রতিক্রিয়ার সমালোচনা করেন ভক্তদের কেউ কেউ।

ক্যাচ মিসের সময় লাবুশেন ৪৬ রানে ব্যাট করছিলেন। জীবন পেয়ে ল্যাবুশান হাফসেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি অসি ব্যাটার। শেষমেশ ১৩৯ বলে ৭০ রানে করে সিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি।

কামিন্সের ক্যাচ ফেলে ভুলে যাওয়ার হ্যাটট্রি জয়সওয়ালের
চা বিরতির আগ মুহূর্তে আরও একটি ক্যাচ ফেলে দেন জয়সওয়াল। ইনিংসের ৪৮.৩ ওভারে স্পিানর রবীন্দ্র জাদেজার বলে সিলি পয়েন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সহজ ক্যাচ ছাড়েন তিনি। একে ক্যাচ মিসের হ্যাটট্রিক পূর্ণ হয় জয়সওয়ালের। কামিন্স তখন ২১ রানে ব্যাট করছিলেন।

শেষ পর্যন্ত ৯০ বলে ৪১ রান করে জাদেজার বলেই আউট হন কামিন্স। ক্যাচ দেন স্লিপে ফিল্ডিং করা রোহিতের হাতেই।

এমএইচ/এমএস