ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিজয় দিবস কাবাডি

মুখোমুখি নৌবাহিনী ও বিমানবাহিনী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

আগের বিকেলে উত্তেজনাকর সেমিফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ নৌবাহনী। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বিমানবাহিনী হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজয় দিবস কাবাডির ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিমান বাহিনী ৩৯-৩৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ফাইনালের দু’দল এক গ্রুপে ছিল বলে টুর্নামেন্টে দ্বিতীয়বার দেখা হচ্ছে তাদের। গ্রুপম্যাচে জিতেছিল বাংলাদেশ বিমানবাহিনী। জয়ের ব্যবধান ছিল ৩৭-৩৪ পয়েন্টের। ফাইনাল ম্যাচ নৌ বাহিনীর জন্য প্রতিশোধেরও মঞ্চ।

ম্যাচের শুরু থেকে ভাল লড়াই হয়েছে দুই দলের। প্রথমার্ধের খেলা শেষে বিমান বাহিনী ২১-১৪ পয়েন্টে এগিয়ে যায়। বিরতির পর আরও প্রতিদ্বন্দ্বীতা ছিল ম্যাচে। শেষ দিকে লড়াই জমিয়ে তুলেছিল পুলিশ; কিন্তু মাত্র তিন পয়েন্টের ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের দীপায়ন।

আরআই/আইএইচএস/