ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে ডি ভিলিয়ার্স-কোহলির নতুন রেকর্ড

প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৪ মে ২০১৬

আইপিএলে চলতি মৌসুমের শুরু থেকেই রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে নিজেদের আগের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ জুটি নতুন রেকর্ড গড়লেন এ দুই ব্যাটসম্যান। তাদের দুজনের আগের রেকর্ডটিও ছিল গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২১৩ রানের। আজ নিজেদের রেকর্ডটাকে নতুন করে লিখেছেন কোহলি-ডি ভিলিয়ার্স, গড়েছেন ২২৯ রানের জুটি।

এদিকে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে তিনটি শতরান করার রেকর্ড গড়েছেন কোহলি। আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে ৫৫ বলে ১০৯ করলেন তিনি। গুজরাটের বিরুদ্ধে আগের ম্যাচেও শতরান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। অপর শতরানটি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

এর আগে এক ইনিংসে দুই সেঞ্চুরির মাত্র একবারই দেখেছে স্বীকৃত টি-টোয়েন্টি, ২০১১ সালে মিডলসেক্সের বিপক্ষে করেছিলেন গ্লস্টারশায়ারের কেভিন ও’ব্রায়েন ও হামিশ মার্শাল। আজ বর্তমান সময়ের সেরা দুই ব্যাটসম্যানও একসঙ্গে ঝড় তুলে দুই জনই তুলে নেন শত রান।

এমআর/আরআইপি

আরও পড়ুন