ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেপাল-শ্রীলঙ্কার বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন কমিটি নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজয় দিবস কাবডি প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

কাবাডির সাধারণ সম্পাদক আগামীতে ভারতের বিপক্ষে টেস্ট খেলারও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের জাতীয় দলের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতে আমরা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ।’

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক।

প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে অংশগ্দ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নারী ও পুরুষ দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে তারা ‘তারুণ্যর উৎসব’-এর সূচনা করতে যাচ্ছেন। তারুণ্যর উৎসব থেকে খেলোয়াড় বাছাই করে যুব বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন সোহাগ।

নারী বিভাগে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফরিদপুর জেলা ও নড়াইল জেলা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ ও জয়পুরহাট জেলা।

পুরুষ বিভাগের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ জেল।

আরআই/এমএমআর/জিকেএস