ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার জয়জয়কার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

রোববার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা। নিজেদের দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেও বাংলাদেশের শাটলাররা কোনো ইভেন্টের ফাইনালেও উঠতে পারেননি।

পাঁচ ইভেন্টের ফাইনালেই ছিল ইন্দোনেশিয়া। তিনটিতে অন ইন্দোনেশিয়া ফাইনাল এবং দুটিতে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ছিল ভারত। দক্ষিণ এশিয়ায় এসে ইন্দোনেশিয়ার শাটলাররা রাজত্ব করেছেন। মঙ্গলবার শুরু হবে সিনিয়রদের প্রতিযোগিতা।

পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার ডেনিস আজায়ারা, পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ ভিটো আন সাফা ও গ্রেনডালি আলকাটিব, মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছে কেইলা আনিসা, মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন আনিসা পুত্রি ও লিওনা লুৎফিয়া এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ভিটো আনফাসা ও আনিসা পুত্রি।

জুনিয়রদের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা।

আরআই/আইএইচএস/