ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ
রাফি ৪৬তম, যুথীর অবস্থান ৬০
মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই সাঁতারু যুথি আক্তার ও সামিউল ইসলাম রাফি। প্রথম দিন পুলে নেমেছিলেন যুথি আক্তার ও রাফি।
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক নম্বর হিটে সাঁতরেছিলেন গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ডসহ চারটি স্বর্ণ জিতে সেরা সাঁতারু হওয়া যুথি।
হিটে তিনি তিনজনের মধ্যে তিনি দ্বিতীয় হয়েছেন ১:১১.২৫ মিনিট সময় নিয়ে। ৭ হিটে মোট ৬৩ জন সাঁতারু অংশ নিয়েছিলেন এই ইভেন্টে। যুথির অবস্থান ৬০ নম্বরে।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম রাফি এক নম্বর হিটে সাঁতরে ৫৪.৩৭ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। সব হিট মিলিয়ে ৫৪ জন সাঁতারুর মধ্যে রাফির অবস্থান ৪৬তম। তিনি ঘরোয়া প্রতিযোগিতার চেয়ে সময় কিছুটা কমিয়েছেন। অলিম্পিয়ান সামিউল ইসলাম রাফি তিনটি রেকর্ডসহ ৫ স্বর্ণ জিতে জাতীয় সাঁতারে ছেলেদের মধ্যে সেরা হয়েছিলেন।
আরআই/আইএইচএস