ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নারী জুনিয়র এশিয়া কাপ হকি

চীনের কাছে ১৯ গোল খেয়ে অভিষেক বাংলাদেশের মেয়েদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

ওমানে মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ছেলেরা বিশ্বকাপের টিকিট নিয়ে দেশে ফেরার পর মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছে মেয়েরা। প্রথমবারের মতো এশিয়া পর্যায়ে খেলতে গিয়ে বাস্তবতা বুঝলো মেয়েদের দল। নারী জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে প্রথম ম্যাচে চীনের কাছে ১৯-০ গোলে হেরে অভিষেক হলো বাংলাদেশের।

শনিবার মাসকাটে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে চীন। ছেলেরা চীনের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি ড্র করেছে এবং আরেকটি জিতেছে। মেয়েদের হকিতে দুই দেশের পার্থক্যটা বোঝা গেলো প্রথম ম্যাচে।

চীন প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ৬-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোর বেড়ে হয় ১০-০। তৃতীয় কোয়ার্টারে চীন আরো চার গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে করে ১৪-০। শেষ কোয়ার্টারে ৫ গোল দিয়ে ১৯-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চীনের মেয়েরা।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে রোববার ভারতের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। ১০ ডিসেম্বর থাইল্যান্ড ও পরের দিন গ্রুপের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

আরআই/আইএইচএস/