ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪০ দলের ফুটবল বিশ্বকাপ!

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ মে ২০১৬

৩২ দলের ফুটবল বিশ্বকাপে রোমাঞ্চের কমতি নেই। সেটাতেই আরেকটু ঘি ঢেলে দিতে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর চিন্তা করছে ফিফা। ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ফুটবলের বিশ্বায়নের জন্য নানা রকম কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ৪০ দল নিয়ে হবে ফুটবল বিশ্বকাপ। ২০১৮ এবং ২০২২ সালের আয়োজন দেশ ঠিক হয়ে যাওয়াতে, এর পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সালেই ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে পরিকল্পনা করছে ফিফা।  

৪০ দল নিয়ে কিভাবে আয়োজিত হবে টুর্নামেন্ট সে বিষয়ে খসড়া নিয়ম এ বছরের অক্টোবর মাসেই ফিফা সভায় উপস্থাপনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সালের মে মাস পর্যন্ত। ২০১৮ সালেই ইউরোপে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই ইউরোপকে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আরেকটি বিশ্বকাপ আয়োজনের জন্য। ফিফার গভর্নিং কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর ব্যাপারে কথা বলে আসছিলেন ইনফান্তিনো। ২০১৬ সালের মে মাস থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত কিভাবে ৪০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা যায় সেটি নিয়ে কাজ চলবে। ফুটবলের রোমাঞ্চকে আরো দ্বিগুণ করে দিতে ফিফার এমন সিদ্ধান্ত ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরআর/এবিএস

আরও পড়ুন