মারা গেছেন স্বর্ণজয়ী শুটার সাদিয়া
২০১৭ সালে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে শরীরে আগুন ধরেছিল নারী শুটার সাদিয়া সুলতানার। তারপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থই ছিলেন চট্টগ্রামের এই শুটার। কিন্তু সোমবার চট্টগ্রাম থেকে এলো দুঃসংবাদ। দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন ৩১ বছর বয়সী এই শুটার।
সাদিয়া সুলতানার সতীর্থ শারমিন রত্না বিকেলে জাগো নিউজকে সাদিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, সকালে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিউইতে নেওয়া হয়েছিল। দুপুরের দিকে মারা গেছেন। তার দুই পুত্রসন্তান আছে।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর শারমিন রত্নার সাথে জুটি বেঁধে কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে।
২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। এরপর থেকে তাকে আর শুটিংয়ে সেভাবে দেখা যায়নি।
ক্রীড়া পরিবারের সদস্য ছিলেন সাদিয়া সুলতানা। বাবা সৈয়দ সরোয়ার আলম খেলাধুলার সাথে জড়িত। চট্টগ্রামের পরিচিত ক্রীড়া সংগঠক। তার তিন ভাই ও দুই বোন। তিন ভাই সাজ্জাদ হোসেন, সিবগাত উল্লাহ, সিফাত উল্লাহ গালিব জাতীয় শাটলার। তার ছোট বোন সৈয়দা শায়েমা সুলতানা শুটিংয়ে জাতীয় পর্যায়ে পদক জিতেছেন।
আরআই/এমএমআর/জিকেএস