ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চীনের বিপক্ষে ড্র, থাইল্যান্ডকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য জুনিয়র এশিয়া কাপে আর একটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। সেই ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। আগামী মঙ্গলবার ওমানের মাসকাটে হবে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

রোববার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ড্র করেছে ১-১ গোলে। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে তৃতীয় হয়েছে লাল-সবুজ জার্সিধারী যুবারা। গ্রুপে তিন নম্বর হওয়ায় বিশ্বকাপে খেলার সম্ভাবনায় আরেক ধাপ এগিয়ে গেলো মওদুদুর রহমান শুভর দলের।

১০ দলের এই এশিয়া কাপ থেকে শীর্ষ ৭ দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশ যদি থাইল্যান্ডকে হারায় তাহলে লড়াই করবে পঞ্চম স্থানের জন্য। অর্থাৎ বাংলাদেশ পঞ্চম না হলেও ষষ্ঠ হয়ে উঠে যাবে বিশ্বকাপে। ওই ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোরিয়া ও চীনের ম্যাচের বিজয়ীরা।

বাংলাদেশ যদি থাইল্যান্ডের কাছে হেরে যায় তাহলেও শেষ হয়ে যাবে না বিশ্বকাপে খেলার সম্ভাবনা। তখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলে জিততে হবে। তবে বাংলাদেশ ফেবারিট হয়েই মাঠে নামবে থাইল্যান্ডের বিপক্ষে। গত জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত জুনিয়র এএইএফ কাপ হকিতে বাংলাদেশের গ্রুপে ছিল থাইল্যান্ড। সেখানে বাংলাদেশের জয় ছিল ৪-২ গোলে।

আরআই/আইএইচএস/