ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ ট্রফির গায়ে দাগ

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২১ জুলাই ২০১৪

ফুটবল বিশ্বকাপ ট্রফির গায়ে দাগ লেগেছে! তবে কে বা কিভাবে এই দাগ লেগেছে তা জানা যায়নি। তবে এটা জানা না গেলেও এর দায়টি যে জার্মানিদের তা নিঃসন্দেহে বলা যায়। কারণ, বিশ্বকাপ জয়ের পর ট্রফি এখন জার্মানিতে।

জার্মানি কর্তৃপক্ষ বলছে আঁচড় লেগে গেছে! জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখ নিজেই তা স্বীকার করেছেন।

জার্মানি বিশ্বকাপ জিতেছে গত ১৩ জুলাই। ব্রাজিলের মারাকানায় অনেক সাধনার বিশ্বকাপ ট্রফি পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে ওঠেন জার্মানরা। ২৪ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। খেলোয়াড়েরা দেশে ফেরার পর বার্লিনের পথে পথে ট্রফি নিয়ে উল্লাস চলে। জার্মানরা আরও বেশি মাতোয়ারা হন। এই আনন্দ উৎসবের ফাঁকেই ঘটে যায় অঘটন।

জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখ বলেছেন, আমাদের বিশ্বকাপ ট্রফির একটা অংশে আচঁড় লেগেছে। ওটা  মেরামতযোগ্য। আশা করি, আমাদের বিশেষজ্ঞরা ট্রফি আগের মতো করে ফেলবে।

নিয়েরসবাখ আরও জানিয়েছেন, এই কাজটা কার তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো ফলাফল ছাড়াই তদন্ত শেষ করতে হয়েছে। গোলডটকম