অ্যান্টিগা টেস্ট
৪৫০ রান করে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান, এরপর দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। ২৬১ রানের মাথায় নেই ৭ উইকেট। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ৩০০ রানের আশপাশে হয়তো ক্যারিবীয়দের বেধে ফেলতে পারবে টাইগার বোলাররা।
কিন্তু সবার সব হিসাব উল্টে দিলেন জাস্টিন গ্রিভস এবং কেমার রোচ। ১৪০ রানের বিশাল এক জুটি গড়লেন এ দু’জন। যদিও তাদের এ জুটির পেছনে বাংলাদেশের বোলার-ফিল্ডারদেরও কম অবদান ছিল না। আউট হলেও আবেদন করে না বাংলাদেশের খেলোয়াড়রা, তাতে এমন জুটি গড়া তাদের জন্য খুবই সহজ।
৬ নম্বরে নামা ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রিভস ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন। ১৮১ বল খেলে ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন গ্রিভস। ২০৬ বলে ১১৫ রানে অপরাজিত থাকা অবস্থায় দলীয় ৪৫০ এর মাইলফলকে পৌঁছার পরই অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ইনিংস ঘোষণা করলেন।
দিনের অন্তত ২৭ ওভার বাকি থাকতে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামার সুযোগ তৈরি করে দিলেন ক্যারিবীয়রা। এতে অবশ্য তাদের উদ্দেশ্যও আছে। যদি শেষ বিকেলে বেশ কয়েকটি উইকেট ফেলা যায়!
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ব্যাটিংও শুরু করেছে। ১ ওভার শেষে রান ১। ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। তার আগে সর্বশেষ আউট হয়েছিলেন জাইডেন সিলস। তিনি করেছিলেন ১৮ রান। ১১ রান করে অপরাজিত থাকেন শামার জোসফে।
এর আগে সেঞ্চুরির সামনে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস এবং হাফ সেঞ্চুরির সামনে কেমার রোচ। মাইলফলকে পৌঁছাতে দু’জনেরই প্রয়োজন ছিল সমান ৩ রান করে। কিন্তু এই সময় এসে ব্যর্থ হলেন রোচ। হাসান মাহমুদের বলে স্ট্যাম্পের বেল উড়ে গেলো তার। ১৪৪ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে গেলেন তিনি। ভাঙলো ১৪০ রানের বিশাল জুটি। দ্বিতীয় দিন এখনও পর্যন্ত পড়া ৩টি উইকেটই নিলেন হাসান মাহমুদ।
অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হেনেছিলেন হাসান মাহমুদ। ২৬১ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা।
লোয়ার অর্ডারের কেমার রোচকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন জাস্টিন গ্রিভস। দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জসুয়া ডি সিলভাকে (১৪)।
নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই।
৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসে। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
আইএইচএস/এমএসএম