ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত ম্যানইউ

প্রকাশিত: ০৫:৪০ এএম, ১১ মে ২০১৬

প্রিমিয়ার লিগে বড় একটা ধাক্কাই খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৩-২ গোলে হেরে গেছে রুনি-মাতারা। আর এ হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা ফিকে হয়ে গেল লুই ফন গালের শিষ্যরা।

১১২ বছরের রাজত্ব ছেড়ে আগামী মৌসুম থেকেই ওয়েস্ট হ্যামের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়াম হবে। ফলে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামে স্বাগতিক ওয়েস্ট হ্যাম। এরই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে গোল করে স্বাগতিক দলকে লিড এনে দেন দিয়াফ্রা সাকো। ম্যাচে ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন  অ্যান্ডি ক্যারোল। বিনা বাধায় বল পায়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও মাথা ঠান্ডা রাখতে পারেননি এই ইংলিশ স্ট্রাইকার। ফলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।  

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। ম্যাচের ৫১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মার্সিয়াল। গোলরক্ষক দে হেয়ার লম্বা শট নিয়ন্ত্রণে নিয়ে মার্কাস রাশফোর্ড বাড়ান হুয়ান মাতাকে। স্প্যানিশ এই মিডফিল্ডারের পাস ধরে ফাঁকা জালে বল জড়ান ফরাসি তারকা। ম্যাচের ৭২ মিনিটে মাঝ মাঠের কাছ থেকে র্যা শফোর্ডের বাড়ানো বল ধরে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নীচু শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন মার্সিয়াল।  

তবে ৭৬ মিনিটে দিমিত্রি পায়েতের উঁচু করে বাড়ানো বলে হেডে স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার মিখাইল অ্যান্টোনিও। চার মিনিট পর ফরাসি ফরোয়ার্ড পায়েতের ক্রসে হেড করে ওয়েস্ট হ্যামকে আবার এগিয়ে নেন নিউ জিল্যান্ডের ডিফেন্ডার উইন্সটন রেইড। বাকি সময় আর গোল হারের হতাশা নিয়েই মাঠ ছাড়ে রুনি-মার্সিয়ালরা।

এ হারে ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেতে শেষ রাউন্ডে বোর্নমাউথকে অবশ্যই হারাতে হবে ইউনাইটেডের। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন সোয়ানসি সিটির কাছে ম্যানচেস্টার সিটি হারে। প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। চতুর্থ স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার মাঠে আসার পথে ইউনাইটেড দলের বাস স্বাগতিক সমর্থকদের হামলার শিকার হয় এবং পরে পুলিশি নিরাপত্তায় মাঠে পৌঁছায় ওয়েইন রুনিরা। এ কারণে ৪৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি।

এমআর/এমএস

আরও পড়ুন