বাবার খেলা দেখতে কলকাতায় সাকিব কন্যা
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি আইপিএলে একেবারে বাজে ফর্ম কাটাচ্ছিলেন সাকিব। না বল হাতে, না ব্যাট হাতে- কোনোভাবেই নিজেকে চেনাতে পারছিলেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরই মাঝে এক ঝটিকা সরফে দেশে এসে কন্যা সন্তানকে দেখে যান সাকিব। আর পরেই ম্যাচেই জ্বলে ওঠে এই তারকা। ফিরে পান নিজের হারানো ফর্ম। ব্যাট হাতে ৪৯ বলে খেলেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস।
এবার আইপিএলে বাবার খেলা দেখতে মা উম্মে আহমেদ শিশিরের সাথে ভারতের কলকাতায় গেছেন সাকিব কন্যা আলায়না হাসান অউব্রে। জানা গেছে, সোমবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শিশির ও অউব্রে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের উসকনসিনে জন্মের পর এরপরই যেকোন ধরণের ক্রিকেটে এই প্রথমবারের মত বাবার খেলা দেখার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ১৪ মে (শনিবার) ইডেনে ধোনির দল পুনের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।
এমআর/পিআর